জবল ই নুর চক্ষু চকিৎিসালয়রে শুভ উদ্বোধন : স্বাস্থ্য সবো মানুষরে দোগোড়ায় পৌছে দতিে সরকাররে পাশাপাশি ব্যক্তগিত ভাবে চকিৎিসকদরে এগয়িে আসা প্রয়োজন— দীপংকর তালুকদার

॥ নজিস্ব প্রতবিদেক ॥ স্বাস্থ্য সবো মানুষরে দোগোড়ায় পৌছে দতিে সরকাররে পাশাপাশি ব্যক্তগিত ভাবে চকিৎিসকদরে এগয়িে আসার আহবান জানয়িছেনে খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকতি সংসদীয় স্থায়ী কমটিরি সভাপত,ি ২৯৯আসনরে এমপ,ি কন্দ্রেীয় র্কাযনর্বিাহী কমটিরি অন্যতম সদস্য, দীপংকর তালুকদার এমপ।ি তনিি বলনে, চোখ এমন একটি শরীররে অঙ্গ যার মূল্যায়ন আমরা থাকতে করি না। হারয়িে যাওয়ার পর আমরা চোখরে জন্য চন্তিা কর।ি তনিি শরীররে পাশাপাশি চোখরে চকিৎিসাও নয়িমতি করার আহবান জানান।
গতকাল বনরূপায় সোলায়মান চৌধুরীর নজিবাস ভবনে জবল ই নুর চক্ষু চকিৎিসালয় এর শুভ উদ্বোধন করতে গয়িে তনিি এ কথা বলনে।
রাঙ্গামাটি পৌর আওয়ামী লীগরে সভাপতি সোলাইমান চৌধুরী র্সাবকি ব্যবস্থাপনায় চক্ষু চকিৎিসা কন্দ্রেরে উদ্বোধনী অনুষ্ঠানে জলো আওয়ামীলীগরে সহ-সভাপতি ও সাবকে সফল জলো পরষিদ চয়োরম্যান নখিলি কুমার চাকমা, আরো উপস্থতি ছলিনে রাঙ্গামাটি জলো আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, পৌর আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মনসুর আলী, এতে আরো উপস্থতি ছলিনে প্রধান চকিৎিসক, চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল, চক্ষু বশিষেজ্ঞ ও ফ্যাকো র্সাজন ডাক্তার শখে মোহাম্মদ মুরাদ উপস্থতি ছলিনে।
পরে রাঙ্গামাটরি বভিন্নি এলাকার মানুষদরেকে বনিামুল্যে চক্ষু চকিৎিসা সবোর প্রদান করনে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031