
॥ নিজস্ব প্রতিদেক ॥ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে তিন পার্বত্য জেলায় ৬ লক্ষ গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির একযোগে উদ্বোধনের অংশ হিসাবে রবিবার (১৯ জুলাই) সকালে রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিয়দ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন পার্বত্য জেলায় একযোগে গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।
রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈন উদ্দিন, পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বর, নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়াসহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলায় পরিষদের মাধ্যমে এক লক্ষ পঁচিশ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে। প্রাথমিকভাবে এ জেলার সকল প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।