খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন : শুধু বৃক্ষ রোপন করলেই হবে না,গাছের পরিচ্ছর্যা করতে হবে—কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলায় দুই লাখ ১০ হাজারটি গাছের চারা রোপণের কর্মসূচি গ্রহন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে গাছের চারা বিতরন অনুষ্ঠানে উদ্বোধন করেন।
এ উপলক্ষে আজ সকালে জেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য বাসন্তি চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা যুগ্ন সচিব মো: নুরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী প্রমূখ।
চারা বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, অক্সিজেন মানুষকে বাঁচিয়ে রাখে। আর সে অক্সিজেন উৎপন্ন করে বৃক্ষ। তিনি বলেন, শুধু বৃক্ষ রোপন করলেই হবে না। সে চারা গাছের পরিচ্ছর্যাও করতে হবে বলে মন্তব্য করেন হবে।
অনুষ্ঠানের মাধ্যমে এলাকার কৃষকদের মাঝে ৩৬ জাতের ফলজ, বনজ ও ঔষধী চারা বিতরণ করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30