রাঙ্গামাটি প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও সুধী সভা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি ঐহিত্যবাহী প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্য্যনির্বাহী কমিটির সাংবাদিকদের সংবর্ধনা ও সুধী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির আয়োজনে প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নাসিমুল হক।
মানবাধিকার সংগঠন ওয়ার্ল্ড পীস এন্ড হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি শিক্ষক অরুপ কুমার মুৎসুদ্দীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক পঞ্চানন ভট্টাচার্য্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারী কলেজের সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ইন্টুমনি তালুকদার, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারন সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ, সাবেক সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সাংবাদিক সমাজ জীবনের ঝুকি নিয়ে দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের কল্যাণে কাজ করে যাওয়া সাংবাদিকদের সংবর্ধনার আয়োজন প্রশংসার দাবি রাখে। এর মাধ্যমে সাংবাদিকরা তাদের পেশাগত কাজ করতে আরো উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
নব নির্বাচিত প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সংবর্ধিত সাংবাদিকরা হলেন নব নির্বাচিত সভাপতি ও দৈনিক রাঙ্গামাটি সম্পাদক আনোয়ার আল হক, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সাখাওয়াৎ হোসেন রুবেল, সহ-সভাপতি ও ইউএনবি প্রতিনিধি মো: অলি আহমেদ, সাধারন সম্পাদক ও দৈনিক সময়ের আলো জেলা প্রতিনিধি মুহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারন সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এবং চ্যানেল আই জেলা প্রতিনিধি মনসুর আহম্মেদ, সাহিত্য ও প্রচার সম্পাদক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার বার্তা সম্পাদক এবং জিটিভি জেলা প্রতিনিধি মিল্টন বাহাদুর, দপ্তর সম্পাদক ও বাংলা নিউজ প্রতিনিধি মঈনুদ্দিন বাপ্পী, সিনিয়র সদস্য ও দৈনিক প্রথম আলো প্রতিনিধি সুপ্রিয় চাকমা, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক এবং এটিএন বাংলা জেলা প্রতিনিধি পুলক চক্রবর্ত্তী, সদস্য ও ৭১ টিভির প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, সদস্য ও বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মো: শাহ আলম।
সভার শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় এবং আলোচনা সভা শেষে একজন অসুস্থ ব্যক্তি এবং অসহায় একটি পরিবারের মাঝে সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
293031