সাবেক ভূমিমন্ত্রী-অর্থ প্রতিমন্ত্রীসহ ৬৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো :: আনোয়ারা উপজেলায় রাতের আঁধারে আওয়ামী লীগের মিছিল ও বিভিন্ন স্লোগান দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানসহ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকালে আনোয়ারা থানায় উপপরিদর্শক (এসআই) মো.আবুল বাশার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে আনোয়ারা উপজেলার ১১ নম্বর জুঁইদ-ী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় মিছিল করে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আনিসুজ্জামান চৌধুরী রনি (৫২), রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম প্রকাশ পি.এস সায়েম (৩৮), এম এ কাইয়ুম শাহ (৪৭), রেজাউল করিম অনিস (৪৩), অসীম কুমার দেব (৪৮), আমিন শরীফ (৫০), মাস্টার মো. ইদ্রিচ (৬০), ইয়াছিন হিরু (৫০), কাজী মোজাম্মেল হক (৫৮), মহসিন আলম (৪২), নজরুল ইসলাম (৪০), বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ (৪৫), রাশেদ নেওয়াজ ছুট্ট মেম্বার (৫২), শিহাবুজ্জামান প্রকাশ সিহাব উদ্দিন (৩৫), জাফর উদ্দিন চৌধুরী প্রকাশ ভিপি জাফর (৬০), ছগির আহমদ আজাদ (৫২), শাহাজাদা এস এম মহিউদ্দিন (৫৫), ইমরান হোসেন বাবু প্রকাশ পিএস বাবু (৩৮), জসিম উদ্দিন আমজাদি (৫৫), এম এ হান্নান চৌধুরী মঞ্জু (৬৫), অজিজুল হক চৌধুরী নসু (৫৫), মেম্বার সাজিয়া সুলতানা (৪০) ও রনি বল (৩৬)।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন। তিনি বলেন, জড়িতের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার ১১ নম্বর জুঁইদ-ী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকায় পুলিশ খবর পায়- নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কিছু নেতা-কর্মীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন সদস্য রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছে। তারা লাঠিসোটা, রড, দা ও কিরিচ নিয়ে সরকারবিরোধী শ্লোগান দিচ্ছিলেন এবং বাজার এলাকা প্রদক্ষিণ করছিলেন। খবর পেয়ে রাত ৯টা ৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। পরে ৩ জনকে আটক করা হয়। তাদের নাম আব্দুল কাদের, আব্দুল খালেক ও মো. আরিফ। ঘটনাস্থল থেকে ২০টি কাঠের লাঠি, ১০টি ইটের খোয়া, দুটি লোহার দা এবং আটটি লোহার টুকরো উদ্ধার করা হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930