রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুলের মৃত্যুঃ বিভিন্ন মহলের শোক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে শ^াসকষ্টজনিত কারণে রাঙ্গামাটির জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। চিকিৎসারত অবস্থায় সোমবার (২০ জুলাই) রাত ৮:৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত রবিবার (১২ জুলাই) শ্বাসকষ্ট নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় রাতে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন।
এদিকে, প্রয়াত জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুলকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে তার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। মঙ্গলবার (২১ জুলাই) সকালে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় অফিসে জেলা আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দলীয় কার্যালয় সংলগ্ন রাঙ্গামাটিস্থ বায়তুশ শরফ কমপ্লেক্সের সামনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজের জানাজায় শত শত মানুষ অংশগ্রহন করেন।
জানাজায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতাব্বরসহ আওয়ামীলীগ পরিবারের সকল অংগসংঠনের নেতাকর্মীগণসহ শহরের সর্বস্তরের মানুষ। জানাজা শেষে মরহুমের গ্রামের বাড়ি আনোয়ারাতে দাফনের কার্য সম্পূণ করার উদ্দেশ্যে প্রয়াত জসিম উদ্দিন বাবুলের গাড়ি বহরটি নিয়ে রওনা দেন স্বজনরা। সেখানে পৌছানোর পর দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে মঙ্গলবার বিকালেই তাকে দাফন করা হবে বলে জানান তার পরিবার।
এদিকে, প্রয়াত জসিম উদ্দিন বাবুলের মৃত্যুতে সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, প্যানেল মেয়র জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শাহ জাহানসহ জেলা আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও বিদায় লগ্নে ফুলেল শ্রদ্ধায় সিক্ত করে শেষ বারেরর মতো দেখে যান তারা।
আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন বাবুলের মৃত্যুতে রাঙ্গামাটি
জেলা পরিষদ সদস্য মনোয়ারা’র শোক প্রকাশ
বাংলাদেশ আওয়ামীলীগ রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক কে,এম জসিম উদ্দিন বাবুল ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃতুত্যে গভীর শোক প্রকাশ ও তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান।
শোক বার্তায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান জানান, জসিম ভাই ছিলেন এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী। এই জেলার সকল সম্প্রদায়ের গণমানুষের সেবায় নিজেকে তিনি উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যু এ জেলার মানুষের জন্য এক অপূরনীয় ক্ষতি। জনসেবা ও সমাজের উন্নয়নে তাঁর অবদান এখানকার মানুষ চিরজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি, মরহুমের বিদেহী আতœার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
সূত্রে জানা যায়, গত রবিবার শ্বাসকষ্ট নিয়ে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার পর সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার (২০জুলাই) রাত ৮:৪০ মিনিটে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930