ভারত-পাকিস্তান সিরিজ এখন সম্ভব নয়: ভারত সরকার

শিগগিরই ভারত-পাকিস্তানের মধ্যে কোন সিরিজ হচ্ছে না জানিয়ে দিয়েছে ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় । বলে কারণ, হিসেবে বলা হয়েছে, এখনও দুই দেশের মধ্যকার সম্পর্ক ততোটা ভালো হয়নি, তাই কোন প্রকার ঝুঁকি নেবে না ভারত সরকার।২০১৪ সালের ফিউচার ট্যুর প্লান (এফটিপি) অনুযায়ী ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সিরিজে সাড়া দেয়নি ভারত। ২০১৫ সালে দুই দেশের মধ্যে সিরিজ হওয়ার কথা থাকলেও সীমান্তে দুই দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে যাওয়ায়, ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে কোন সিরিজ খেলা হবে না বলে জানিয়ে দেয়।
তবে সম্প্রতি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) পক্ষ থেকে খেলোয়াড়দের সম্মতি নামাসহ একটি চিঠি দেওয়া হয় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর। সেখানে লেখা হয়, যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সরকার বরাবর আবেদন করে যাতে, নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার অনুমতি পাওয়া যায়।কিন্তু বুধবার স্বরাষ্ট্র মন্ত্রী হংশরাজ আহির ভারতের সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দুই প্রতিবেশী দেশের বর্তমান সম্পর্কের ভিত্তিতে তেমন কিছু (সিরিজ) এখনই সম্ভব নয়।’

বিসিসিআইয়ের পক্ষ থেকে খেলতে অনুমতি চাইলেও, বিসিসিআইয়েরই একটি অংশ এই প্রস্তাবের বিরোধিতা করেছে। বিসিসিআইয়ের এক কর্মকর্তা তো বলেই ফেলেছেন, ‘যদি বিসিসিআই এফটিপি অনুযায়ী চলতে থাকে, তাহলে একদিন আমাদের চোখ বন্ধ হয়ে যাবে চিরতরে আর আমরা বলবো, আমরা পাকিস্তানের বিপক্ষে খেলেছিলাম।’বিসিসিআইয়ের পরিকল্পনা ছিল, যদি ভারত সরকার অনুমতি দেয় তবে সেপ্টেম্বরে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পরপরই দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজ খেলবে। কিন্তু সেটি আর হচ্ছে না।সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

॥রাঙ্গামাটিতে দৈনিক গিরিদপর্ণ সম্পাদক মরহুম এ কে এম মকছুদ আহমেদের স্মরণসভা ও ইফতার মাহফিল পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রয়াত একেএম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় সম্মাননায় ভুষিত করার দাবি

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31