
॥ বান্দরবান প্রতিনিধি ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হচ্ছে বাংলা নববর্ষ ১৪২৯। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গণ এ বেলুন ও পায়রা উড়িয়ে বাংলা নববর্ষ অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রী চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজার মাঠে গিয়ে সমবেত হয়। এসময় শোভাযাত্রায় ১১টি ক্ষুদ্র নৃগোষ্টি ও বাঙ্গালী সম্প্রদায়ের নর-নারীরা নিজস্ব পোশাক ও গ্রামীন সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী সামগ্রী প্রদশর্নী করে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
পরে রাজার মাঠে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্টি ও বাঙ্গালী সম্প্রদায়ের শিল্পীরা দেশীয় গান, ছড়া, কবিতা আবৃত্তি, জারি-সারি ও মনোরম নৃত্য প্রদর্শন করে সাংস্কৃতিক অনুষ্ঠানকে মাতিয়ে তোলে।
অনুষ্ঠানে বাংলা নববর্ষ এর বর্ণাঢ্য শোভাযাত্রায় মনোরম সাজে অংশ গ্রহণ, চিত্রাংকণ ও কবিতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলা নববর্ষ ও বৈসাবি উৎসবের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের সম্প্রীতির বন্ধন আরো সু-দৃঢ় হবে। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই পার্বত্য অঞ্চলে শান্তি স্থাপনের জন্য শান্তি চুক্তি হয়েছিল। আজ তারই হাত ধরে পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতির সাথে তালে তাল মিলিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে পুরো পার্বত্য এলাকা।
এসময় পার্বত্য মন্ত্রী আরো বলেন, আমরা আজকের এই পুরাতন বছর কে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করার সাথে সাথে পাহাড়ের প্রতিটা অঞ্চলের মানুষের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধ, ও সম্প্রীতির বাংলাদেশ রুপান্তরের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ সরকারী বেসরকারী কর্মকর্তা এবং বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।