
॥ লিটন ভট্টাচার্য্য রানা, খাগড়াছড়ি ॥ বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন উপলক্ষে সোমবার (২৭ ফেব্রুয়ারী) সকাল খাগড়াছড়ি জেলা পার্বত্য জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সহ- সভাপতি, খাগড়াছড়ি জেলা শাখার ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নিগা সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, এড্ আশুতোষ চাকমা, মংশিপ্রু চৌধুরী অপু, খোকনেশ্বর ত্রিপুরা, শতরুপা চাকমা, বাশন্তি চাকমা, জেলা যুবলীগের সহ-সভাপতি মেহেদি হাসান হেলাল প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য খাগড়াছড়ি সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বর্তমান সরকার মহিলাদের প্রতি আন্তরিক বিধায় নারী নেতৃত্ব বৃদ্ধিকরণ ও জাতীয় মহিলা সংস্থার উদ্দ্যোগে আত্ম-কর্মসংস্থান সৃষ্টি লক্ষে কাজ করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনের জন্য মহিলা আওয়ামীলীগকে এখন থেকে পাড়া মহল্লা গিয়ে সাধারণ জনগণকে উন্নয়নের কথাগুলো তুলে ধরতে বলেন তিনি।
তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তি পর এই এলাকায় বর্তমান সরকার উন্নয়নের সাথে নারীদের সমান অধিকার দিয়েছে। বিএনপি যতো বলুক না কেন তারা নির্বাচনে আসবেনা না এসে কোন উপায় নাই, নির্বাচন গঠনতন্ত্র মোতাবেক যদি নির্বাচনে না আসে তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে, সেই ভয়ে তারা নির্বাচনে আসবে। সেজন্য এখন থেকে নৌকা প্রতীককে জয় যুক্ত করার ক্ষেত্রে মাঠে কাজ করতে হবে। ২০০১ সালে বিএনপি সরকার এসে খাগড়াছড়ি জেলা অবস্থা কি হয়ে ছিল তা আপনাদের জানা আছে। আমি জেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে বলছি আগামী নির্বাচনে নৌকার কোন বিকল্প নাই।