বান্দরবান :: আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না……..পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানে করোনা ভাইরাস সংক্রামক মোকাবেলায় দু:স্থ, দরিদ্র ও কর্মহীন জনসাধারণের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এই ত্রাণ সামগ্রী পৌরসভার ৯টি ওয়ার্র্ডে বিতরণের কার্যক্রম শুরু করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, পুলিশ সুপার জেরিন আখতার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য ক্যসাপ্রু, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না। সরকারের কাছে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে পাশাপাশি জনসাধারণের জন্য পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, আমাদের এই সময়টা আরো বেশি সচেতন হতে হবে, আমরা নিজেরাই এখন নিজেদের ডাক্তার। নিজেরা পরিস্কার পরিচ্ছন্ন থাকবো এবং সকলকে পরিস্কার থেকে সুস্থভাবে জীবনযাপন করতে অনুরোধ জানাবো। পার্বত্য জেলা পরিষদের তথ্যমতে, করোনা ভাইরাস মোকাবেলায় লকডাউনকৃত এলাকা ও গরীব এবং অসহায়দের সাহাযার্থে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদকে ২শত মেট্রিক টন খাদ্যশষ্য বরাদ দেয়া হয়েছে এবং এই বরাদ্ধের অনুকুলে বান্দরবান পার্র্বত্য জেলা পরিষদ বিভিন্ন দুর্গম গ্রাম ও পাড়ায় পাড়ায় গিয়ে গরীব ও অসহায়দের ত্রাণ সহায়তা প্রদান করে যাচ্ছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930