অস্ত্র লুট ও হামলার ঘটনায় কোতোয়ালী থানায় মামলা

চট্টগ্রাম ব্যুরো :: কোতোয?ালী থানায় গত ৫ আগস্ট মিছিল নিয়ে কয়েক হাজার মানুষের হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে কোতোয?ালী থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ বাদী হয?ে মামলাটি দায?ের করেন। এ মামলায় দুষ্কৃতকারীরা থানায? হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করেছে বলে উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জনকে। হামলার সময? থানার আসবাবপত্র লুটপাট, যানবাহন ভাঙচুর, থানায? অগ্নিসংযোগ, বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয?। এতে ক্ষয?ক্ষতি হয়েছে প্রায? ৮ কোটি ৩০ লাখ টাকার। কোতোয?ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায?েদুল হক জানান, হামলাকারীদের বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোড আইনের বিবিধ ধারায?, বিস্ফোরক আইনের ১৯০৮ এর ৩/৬ ধারা ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের ১৫(৩)/২৫-ডি ধারায? নিয?মিত মামলা দায়ের করা হয়েছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930