
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি শহরে মাদকের বিরুদ্ধে জিরো টালারেন্স ঘোষণা করে বিশেষ অভিযানে নেমেছে রাঙ্গামাটি জেলা পুলিশ। গত কয়েকদিন ধরে রাঙ্গামাটি শহরের বিভিন্ন হোটেল মোটেল ও সম্ভাব্য স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেছে কোতয়ালী পুলিশ।
গত কয়েক দিনের বেশ কয়েকটি অভিযানে ইয়াবা, দেশীয় তৈরী মদ সহ বেশী কিছু মাদক উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে। গতকাল রিজার্ভ বাজার চেঙ্গীমুখ এলাকা থেকে ২৫ লিটার মদ সহ নিজাম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রিজার্ভ বাজার লেক সিটি আবাসিক হোটেলে অভিযান চালায় ডিবি পুলিশ। তবে পুলিশ যাওয়ার আগেই আসামী হোটেল ছেড়ে পালিয়ে যায়।
রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়–য়া জানান, রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবিরের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সকল জনগনকে সাথে নিয়ে মাদকে নির্মুলে এগিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, আমাদের এখানে এটা কোন বিশেষ অভিযান নয় আমরা নিয়মিত অভিযানেই এই কাজ করা হচ্ছে। তিনি বলেন, আমরা প্রথমে চিহ্নিত ব্যবসায়ীদের টার্গেট করেই অভিযান চালাচ্ছি। তিনি বলেন, আগামীতে এই অভিযান আরো বাড়ানো হবে।