
॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ বান্দরবানের বোমাং সার্কেল চীফ ১৭তম রাজা ইঞ্জিনিয়ার উ চ প্রু এর সহধর্মিনী রাণী মাওয়াং প্রু এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে শেষকৃত্যানুষ্ঠান শেষে বান্দরবান কেন্দ্রীয় মারমা শশ্বানে তার মরদেহ দাহ করা হয়। এসময় রাণীকে শেষ শ্রদ্ধা জানাতে বান্দরবান কেন্দ্রীয় মারমা শশ্বানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং সহ রাজপরিবারের সদস্যসহ বান্দরবানের বিভিন্নস্তরের জনগন। ঐতিহ্য পরম্পরায় ধর্মীয় রীতি অনুযায়ী তরুণ তরুণীরা সইং নৃত্য পরিবেশন এর মাধ্যমে সম্মান জানিয়ে কেন্দ্রীয় শশ্বানে রাণীর মরদেহ সৎকার করা হয়। করোনা ভাইরাসের সংক্রমনের কারণে প্রশাসনের নিষেধ থাকায় অনুষ্ঠানে জনসমাগম ছিল কম। উল্লেখ্য গত ১০ মে রাতে বান্দরবানের রাজবাড়ীতে ৭৫ বছর বয়সে বার্ধক্য জনিত কারনে পরলোক গমন করেন ১৭তম বোমাং রাজার স্ত্রী রাণী মাওয়াং প্রু। মৃত্যুকালে তিনি দুই সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।