স্বাধীনতার ইতিহাস কলুষিতকারীদের  বয়কট করার আহবান  বঙ্গবন্ধু পরিষদের

২৫শে মার্চের কালো রাত্রির প্রাক্কালে তথা ২৬শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাঙালী জাতিকে একটি নতুন বাঙালী রাষ্ট্রের অভ’্যদ্ধয়ে প্রণোদয় দিয়েছিল এবং ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে তা পূর্ণাঙ্গ রূপ পেয়ে একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়ে সকল সংগ্রাম স্বার্থক করেছিল। বাঙ্গালী জাতির কান্ডারী সেদিন সংগঠিত একটি জাতিকে সফল দিক-নির্দেশনা দিয়ে সারা বিশ্বে এক অনন্য উদাহরণ স্থাপন করেছিল । মহান স্বাধীনতা  দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়েদা তাহেরা’র সভাপতিত্বে, সংগঠনের সাধারণ সম্পাদক ডা, মু, আইয়ুবুর রহমান এর শুভেচ্ছা বক্তব্যে ও নাট্যজন মোজাহেরুল ইসলাম এর সঞ্চালনায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে বাঙালীর স্বাধীনতা অর্জনের সংগ্রাম ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা সভায় বক্তগণ উপরোক্ত মন্তব্য করেন। উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য ওয়াসিক আয়শা খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড, মোঃ সেকান্দর চৌধুরী, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম, আইন বিভাগের সহকারী অধ্যাপক এম জসিম আলী চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহাসানুল কবির, চিটাগাং ল’ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক তথ্য ও প্রযুক্তি সম্পাদক এড, এস এম সিরাজদ্দৌলাহ । বক্তারা আরো বলেন-আজকে বাংলাদেশ স্বাধীনতা বিরোধীদের নানান চক্রান্তে কঠিন সময় পাড়ি দিচ্ছে। জাতীয় জীবনের সকল ক্ষেত্রে তাদেরকে পরাভ’ত করা সকল দেশ প্রেমিক বাঙালী জনগনের প্রথম কর্তব্য এই কথা আমরা যেন স্মরণে রাখি। ইতিহাসের একটি পর্ব বঙ্গবন্ধুকে দিয়ে শেষ হয়েছে। সেটাকে অযথা বিকৃত করার চেষ্টা বৃথা। স্বাধীনতা ও জঙ্গিবাদ পাশাপাশি চলেছে সমান্তরালে জাতি এ অবস্থা থেকে মুক্তি চায়।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031