
॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে শনিবার করোনায় নতুন করে আরো ১৪ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় মোট করোনা সনাক্ত হয়েছে ৫৯০জন।
রাঙ্গামাটির করোনা ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, সকালে চট্টগ্রাম ১৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে রাঙ্গামাটি সদরে ১০ জন,কাপ্তাই ৩জন, নানিয়ারচর ১ জন সনাক্ত হয়।
স্বাস্থ্য বিভাগের আন্তরিক ভাবে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে মোট সুস্থ হচ্ছে ৩৯১ জন। করোনা সনাক্তের পর থেকে মোট মারা গেছে ৯ জন।
রাঙ্গামাটিতে নতুন করে কাউকে কোয়ারেন্টাইনে নেয়া হয়নি। গতকাল ছাড়পত্র পেয়েছে ২ জন। বর্তমানে কোয়ারেন্টাইনের রয়েছে ৩১ জন। রাঙ্গামাটি জেলায় প্রথম থেকে সর্বমোট কোয়ারেন্টাইন করা হয়েছে ৩৫৩৪ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ১২৪১ জন। হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে ২২৯৩ জন। কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছে ৩৫০৩ জন।
রাঙ্গামাটি থেকে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ২৮২৯ জনের। তার মধ্যে ২৭২১ জনের নমুনা হাতে পাওয়া গেছে। রিপোর্ট বাকী রয়েছে ১০৮ জনের।