লামায় সাজাপ্রাপ্ত ৪ আসামীসহ এক নারী নির্যাতন মামলার আসামী গ্রেফতার

॥ লামা সংবাদদাতা ॥ লামায় সাজা প্রাপ্ত ৪ আসামীসহ নারী নির্যাতন মামলার এক ওয়ারেন্টের আসামীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। রবিবার গভীর রাতে লামা থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার দাস উপজেলার আজিজনগর ইউনিয়নের তেলুনিয়া ও চেয়ারম্যান পাড়ায় অভিযান চালিয়ে এ আসামীদেও গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলো, মোঃ বকসু(৪৪) পিতা- মৃত আব্দুল করিম, মোঃ জাহাঙ্গীর(২৯)পিতা- নুরুল হাসেম, মোঃ ইলিয়াস (২৪) পিতা- মোঃ বকসু, মোঃ সেলিম প্রকাশ মাছ সেলিমপিতা- মোঃ বকসু (২৭)। এ আসামীরা সবাই আজিজ নগর ইউনিয়নের তেলুনিয়া পাড়ার বাসিন্দা। এ ছাড়া ২০১৫ সালে দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্ট ভূক্ত আসামী ওসমান(৩৫) পিতা- আবুল কালাম। তার বাড়ী উপজেলার আজিজনগর ইউনিয়নের ৩ নং ওর্য়াডের চেয়ারম্যান পাড়ায়।
লামা থানার সেকেন্ড অফিসার কৃষ্ণ কুমার দাস বলেন, আমি রবিবার গভীর রাত ৩ টার সময় সঙ্গীয় র্ফোস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ৫ জন আসামীকে গ্রেপ্তার করি। তৎমধ্যে সিআর ৮৮/১৩ মামলার ৩৭৯ ধারায় ৪ জন সাজা প্রাপ্ত আসামী ও ২০১৫ সালে দায়ের করা জিআর ৬৫/১৫ সালে দায়েরকৃত নারী ও শিশু নির্যাতন মামলার একজন ওয়ারেন্ট ভূক্ত আসামী রয়েছে।
এ ব্যাপারে লামা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ৪ জন সাজা প্রাপ্ত আসামীসহ এজন ওয়ারেন্ট ভূক্ত আসামী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করেছেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930