রাঙ্গামাটি পৌরসভার সাড়ে ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ৫৯ কোটি ৫০ লক্ষ ৫৪ হাজার ৭শত চৌদ্দ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেছে রাঙ্গামাটি পৌরসভা। শনিবার (১৯ আগস্ট) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সহযোগিতায় রাঙ্গামাটি সাবারাং রেস্টুরেন্টে ২০১৭-২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এর স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির সদস্য নিরূপা দেওয়ান।
অনুষ্ঠানে বাজেট ঘোষনা করেন রাঙ্গামাটি পৌরসভার সংস্থাপন ও অর্থ বিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন টিটু। বাজেটে মোট রাজস্ব আয় ৭ সাত কোটি ৭৮আটাত্তর লক্ষ ৫৯ হাজার ৮শত ৯৪.৬৭ টাকা ও উন্নয়ন আয় ৩৯ কোটি ৯৩ তিরানব্বাই লক্ষ ৪৪ চুয়াল্লিশ হাজার ৯শত ৭২.৬৭ টাকা এবং মূলধন খাতে আয় ধরা হয়েছে ৪কোটি ৬৬ ছয়ষট্টি লক্ষ ৪৪ চুয়াল্লিশ হাজার ৯শত ৯০ টাকা।
উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বাজেট ঘোষনার পর উপস্থিত জনগণের বাজেট ও উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন পৌর মেয়র জনাব মোঃ আকবর হোসেন চৌধুরী।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলা, রাস্তা ও ড্রেন নির্মাণ ও সংস্কার, পরিস্কার পরিচ্ছন্নতা, শিক্ষা খাত, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ড, নারীদের জন্য উন্নয়ন মূলক কর্মসূচী এবং রাঙ্গামাটি লেকের দূষণ প্রতিরোধ সংক্রান্ত বাজেটে বরাদ্দ বিষয়ক প্রশ্ন অংশগ্রহণকারীবৃন্দ উত্থাপন করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে মনিরুজ্জামান মহসিন রানা ও প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল মতামত ব্যক্ত করেন। তারা বলেন, সনাক কর্তৃক পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানের মাধ্যমে জনগণের মতামত প্রকাশ করার সুযোগ সৃষ্ঠি হয়েছে এবং জবাবদিহিতা প্রতিষ্ঠা হয়েছে।
সনাক সভাপতি চাঁদ রায় বলেন, টিআইবি’র কাজ হচ্ছে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা সম্পর্কে জনগণকে অবহিত করা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানে জবাবদিহিতা প্রতিষ্ঠা করা। বাজেট ঘোষণা অনুষ্ঠানে যে সমস্ত মূল্যবান মতামত অংশগ্রহণকারীবৃন্দ করেছেন তা বাজেটে প্রতিফলিত হবে এবং পৌরসভার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তা অনুপ্রেরণা সৃষ্ঠি করবে।
পৌর মেয়র উক্ত বাজেট সম্পর্কে প্রশ্ন, মতামত ও পরামর্শের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় জবাবদিহিমূলক রাঙ্গামাটি পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031