নিষেধাজ্ঞা অমান্য করে খাগড়াছড়িতে গত দুই দিনে আড়াই হাজারেরও বেশি শ্রমিক প্রবেশ করলেও কোয়ারেন্টিন নিশ্চিত না হওয়ায় উদ্বেগ ও আতংকে খাগড়াছড়ি

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ চরম সমন্বয়হীনতার মধ্যে দিয়ে চলছে খাগড়াছড়িতে করোনাভাইরাস সংক্রমণ কমিটির কার্যক্রম। করোনা সংক্রমণ এড়াতে জেলায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা থাকলেও খাগড়াছড়ি অভিমুখে শ্রমিকদের ¯্রােত যেন থামছে না। শুক্রবার রাতেও নারায়নগঞ্জসহ দেশেরে বিভিন্ন কারখানায় কর্মরত আরো ১৩শ ৭১ জন শ্রমিক খাগড়াছড়িতে প্রবেশ করেছে। তবে এ নিয়ে গত দুই দিনে দুই হাজার ৬শ ৫৯ জন শ্রমিক খাগড়াছড়িতে প্রবেশ করলেও এ সব শ্রমিকদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে কিনা নিশ্চিত করতে পারেননি খাগড়াছড়ির সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। ফলে খাগড়াছড়ি জেলাবাসীর মাঝে বাড়ছে উদ্বেগ ও আতংক।
খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী এমন পরিস্থিিিতর জন্য সমন্বয়হীনতাকে দায়ী করেছেন। তবে খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস এমন অভিযোগ অস্বীকার করে বলেন, সকলের সাথে সমন্বয় করে সব কিছু বাস্তবায়ন করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ১২ এপ্রিল খাগড়াছড়ি জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ^াস করোনা সংক্রমণ রোধে খাগড়াছড়িতে প্রবেশ ও বাহির পথে নিষেধাজ্ঞা জারি করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন। তবে বাস্তবে সে নিষেধাজ্ঞা প্রতিনিয়ত লংঘিত হওয়ায় জনমনে উদ্বেগ ও আতংক দেখা দিয়েছে।
খাগড়াছড়িতে ২৪ ঘন্টায় নতুন ৩০ জনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২৩৭ জন ও হোম কোয়ারেন্টিনে নতুন আরো ২৩ জনসহ ১৭৪ জন
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
আইসোলেশনের রোগি সংখ্যা স্থিতি থাকলেও খাগড়াছড়িতে প্রতিদিন বাড়ছে প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন ৩০ জনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ২৩৭ জন ও হোম কোয়ারেন্টিনে নতুন আরো ২৩ জনসহ ১৭৪ জন রয়েছে।
এছাড়া জ¦র ও কাশি নিয়ে পাঁচ গার্মেন্টস কর্মীকে খাগড়াছড়ি ও মানিকছড়ি হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
অপর দিকে খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ জানান, আইসোলেশনে থাকা পাচঁজনসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও হোম কোয়ারেন্টিনে থাকা সকলেই নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন কারখানার শ্রমিক। তিনি জানান, এ পর্যন্ত ৩৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হলেও ২২ জনের নমুনা নেগেটিভ এসেছে। বাকী নমুনার রিপোর্ট এখনো আসেনি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930