তৃতীয় দফায় আবারো নমুনা পাঠানো প্রস্তুতি : রাঙ্গামাটির ৪ জনের মধ্যে ২ জনের রিপোর্ট দ্বিতীয় দফায় ‘নেগেটিভ’

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটিতে গত ৬ মে যে চারজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিলো তাদের মধ্যেই ২ জনের রিপোর্ট দ্বিতীয় দফায় ‘নেগেটিভ’ এসেছে।
রবিবার (১০ মে) চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে তাদের দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলাফলে রাঙ্গামাটি সদর হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্স ও মোল্লা পাড়া এলাকার ৫০ বছর বয়সী একজন শ্রমিকের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
পজিটিভ আসা বাকি ২ জনের রিপোর্ট এখনো আসেনি। ওই নার্সের সংস্পর্শে যাওয়া ৯ জন ডাক্তার ও নার্সের যে রিপোর্ট পাঠানো হয়েছে তাও নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন সিভিল সার্জন। তবে তাদের তৃতীয় দফায় আবারো নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনষ্টিটিউট অভ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজে (বিআইটিআইডি) পাঠানো হবে। আর তৃতীয় দফার রির্পোট না আসা পর্যন্ত আমরা তাদের করোনা মুক্ত বলতে পারবো না।
সিভিল সার্জন আরো জানান, হাসপাতালের ৯ চিকিৎসক ও নার্সের রিপোর্ট নেগেটিভ আসাটা আমাদের জন্য ভালো খবর। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। তবে প্রথমবার পজিটিভ আসা নার্স ও মোল্লা পাড়ার একজনের রিপোর্ট এবার নেগেটিভ আসলেও আমরা তাদের তৃতীয় রিপোর্টের জন্য অপেক্ষা করব। রিপোর্ট না আসা পর্যন্ত নতুন করে কিছু বলা যাচ্ছে না।
গত বুধবার (২৯ এপ্রিল) পাঠানো যে নার্সের দ্বিতীয় পরীক্ষার রিপোর্ট ১০ মে নেগেটিভ এসেছে, গত ৬ মে তার রিপোর্ট পজিটিভ এসেছিলো। তার সাথে রিজার্ভ বাজারের ৯ মাসের এক শিশু, দেবাশীষ নগরের ১৯ বছরের এক তরুণ এবং মোল্লাপাড়ার ৫০ বছর বয়সী এক শ্রমিকের ফলাফলও পজিটিভ এসেছিলো। তাদেরও দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা সংগ্রহ করে পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
এদিকে রবিবার পর্যন্ত রাঙ্গামাটি জেলায় ২১২১ জনের কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। রাঙ্গামাটিতে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ১৪৫৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টইনে রয়েছে ৬৬৪। রবিবার সকালে পূর্বে কোয়ারেন্টাইন থাকা সর্বমোট ১৭৫০ জন কোয়ারেন্টাইন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে ৩৭১জন। আইসোলেশনে কোন রোগী এখনো পর্যন্ত নেই।
এদিকে রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজেজেজে (বিআইটিআইডি) ৪৬১ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। তার মধ্যে ২৭৭ জনের নমুনা নেগেটিভ পাওয়া গেছে। বাকি ১৮৪ জনের নমুনার রিপোর্ট এখনো আসেনি বলে জানান তিনি।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930