স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সাথে চসিক প্রশাসকের সাক্ষাত : সম্ভাব্য সব ধরনের সহযোগীতার আশ্বাস দিলেন মন্ত্রী

চট্টগ্রাম ব্যুরো :: স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মো. তাজুল ইসলাম(এমপি)’র সাথে ঢাকায় সচিবালয়ে তাঁর অফিস কক্ষে সাক্ষাৎ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন। এসময় তিনি মন্ত্রী মহোদয়কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক বর্তমান অবস্থান তুলে ধরে বলেন, চসিকের আর্থিক অবস্থা খুবই দুর্বল। যার ফলে নাগরিক দূর্ভোগ লাঘবে বেগ পেতে হচ্ছে। প্রতিষ্ঠানটি আয়ের প্রধান উৎস রাজস্ব খাতের আদায়ের সরবরাহ ব্যবস্থাপনার অদক্ষতার চিত্র সুস্পষ্ট। তাই মোট জনবলের মাসিক বেতন-ভাতা প্রদান করাটাও কষ্ট সাধ্য হয়ে উঠেছে। আর্থিক সক্ষমতার অভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কাজ স্থবির প্রায়। মন্ত্রী মহোদয় চসিক প্রশাসকের বক্তব্য ধৈর্য্য সহকারে শ্রবণ করার পর বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতার জন্য মন্ত্রণালয় সবধরনের সহযোগিতা করবেন এবং সম্ভাব্য আয় বর্ধক প্রকল্প বাস্তবায়নে প্রনোদনা প্রদান করা হবে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930