এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন এর দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত : ইত্তেফাকের তিন সাংবাদিক সংবর্ধিত

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা ॥ দৈনিক ইত্তেফাকের পার্বত্য চট্রগ্রামের রাঙামাটি জেলা প্রতিনিধি, পার্বত্য এলাকার প্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পনের সম্পাদক, ভাষাসৈনিক একেএম মকছুদ আহমেদ, ইত্তেফাকের জামালপুর জেলার মেলান্দহ উপজেলা সংবাদদাতা-লেখক-মানবাধিকার কর্মী শাহ্ জামাল, শ্রীমঙ্গল উপজেলা সংবাদদাতা অনুজ কান্তি দাশসহ আরো ১০জনকে সংবর্ধনা প্রদান করেছে।
অন্যান্য সংবর্ধিতরা হলেন-ভাষাসৈনিক হাজেরা নজরুল, ভাষাসৈনিক মুস্তাফিজুর রহমান, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর সভাপতি ডা, মোমতাজ উদ্দিন আহাম্মদ, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি- মুহাম্মদ শাহ সুলতান আতিক, বাংলাদেশ জাতীয় সূন্নী ওলামাশায়েখ পরিষদ এর সভাপতি হাকীম আনছার আহমেদ সিদ্দীকী, সাংবাদিক ফরিদুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন), ছামিউল ইসলাম (দৈনিক সংবাদ) প্রমুখ।
এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এসিএমবিএফ) দুই যুগ পূর্তি উপলক্ষে ৯ অক্টোবর সকাল ৯টায় শিশু কল্যাণ পরিষদ হল রুমে আলোচনা সভায় এই সংবর্ধন প্রদান করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. দুলাল মিয়া এতে সভাপতিত্ব করেন। এসিএমবিএফ’র প্রকল্প পরিচালক ও ইত্তেফাকের সংবাদদাতা মো. শাহ্ জামাল এই সভার শুভ উদ্ধোধন করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভাষা সৈনিক একেএম মকছুদ আহমেদ। প্রধান আলোচক ছিলেন-বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ভাষাসৈনিক হাজেরা নজরুল, ভাষাসৈনিক মুস্তাফিজুর রহমান, ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ এর সভাপতি ডা, মোমতাজ উদ্দিন আহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল হক, আন্তর্জাতিক ভাষা আন্দোলন পরিষদের সভাপতি- মুহাম্মদ শাহ সুলতান আতিক, বাংলাদেশ জাতীয় সূন্নী ওলামাশায়েখ পরিষদ এর সভাপতি হাকীম আনছার আহমেদ সিদ্দীকী, সাংবাদিক দেলোয়ার হোসেন, সাংবাদিক ফরিদুল ইসলাম প্রমুখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031