পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই —–দীপংকর তালুকদার

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে নির্বাচনী পথসভা, মতবিনিময় ও গণসংযোগ করেছেন রাঙ্গামাটি ২৯৯নং সংসদীয় আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদার এমপি।
সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় ও পথসভায় এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সংরক্ষিত আসনের সাবেক মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সহ সভাপতি হাজী মো: কামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সাধারন সম্পাদক মো: সাইদুল হক, জেলা যুবলীগ সভাপতি ও পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগ যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মো: শামসুল আলম, জেলা ছাত্রলীগ সভাপতি মো; আব্দুল জব্বার সুজন, সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
মতবিনিময় ও পথসভা শেষে দীপংকর তালুকদার কেংড়াছড়ি বাজার, ডাউনপাড়া বাজারে মতবিনিময়সহ লিফলেট বিতরণ শেষে ও বিলাইছড়ি পাংখোয়া পাড়ায় বড়দিনের সামাজিক উৎসবে যোগদান করেন।
গণসংযোগকালে দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও শান্তি চুক্তি পূর্ণ বাস্তবায়নে আওয়ামী লীগের কোন বিকল্প নেই। পার্বত্য অঞ্চলে আওয়ামী লীগ সরকারের আমলে সব চেয়ে বেশি উন্নয়ন হয়েছে এবং এ অঞ্চলে সাস্প্রদায়িক সস্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা ও পাহাড়ে সম্প্রীতি ভিত মজবুত রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলকে আহবান জানান।
এদিকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী অমর কুমার দে শহরের শরিয়তপুর এলাকার নির্বাচনী প্রচারনা করেন এবং তৃনমুল বিএনপি’র প্রার্থী মিজানুর রহমনের সমর্থকরা জেলার লংগদু উপজেলার বিভিন্ন গ্রামে প্রচারনা করেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031