
॥ ডেস্ক রিপোর্ট ॥ পৌষের ঘন কুয়াশায় আচ্ছন্ন সকালেই মুখরিত হয়ে উঠেছে সচিবালয়, নতুন সরকারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা আসতে শুরু করেছেন যার যার দপ্তরে। রবিবার (১৪ জানুয়ারী) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের; বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী; অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী; স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন; কৃষিমন্ত্রী আবদুস শহীদ, যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান; ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক; তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ বেশ কয়েকজন নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা নিজ নিজ দপ্তরে আসেন।
আগে থেকেই অপেক্ষমাণ কর্মকর্তারা নতুন মন্ত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। অভ্যর্থনাকারীদের পদচারণায় সচিবালয়ের পার্কিং এলাকা সরগরম হয়ে ওঠে।
ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন ২০১১ সালের ডিসেম্বর থেকে। এবারও তাকে সেই দায়িত্বে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নতুন সরকারের প্রথম কার্যদিবসে নিজের দপ্তরে এসে কাদের বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ‘বড় চ্যালেঞ্জ’। সব চ্যালেঞ্জ ‘মোকাবেলা করেই’ এগিয়ে যাবে বাংলাদেশ।
প্রথম কার্যদিবসে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। বহু বছর পর মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আবার সচিবালয়ে ফিরেছেন তিনি। সাবের বলেন, নির্বাচনী ইশতেহার পূরণে আগামী সাত দিনের মধ্যে তিনি একশ দিনের পরিকল্পনা দিতে চান।
“বায়ু দূষণ প্রতিরোধ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যই পরিবেশ রক্ষা করতে হবে। এখানে দুর্নীতি বা অনিয়ম প্রশ্রয় দেব না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেই অগ্রগতিকে টেকসই করতে হবে।”
গত দুই মেয়াদে তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্ব সামলানো জুনাইদ আহমেদ পলক এবার পুরো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। প্রথম কার্যদিবসে তিনিও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সেই বৈঠকের ভিডিও তিনি শেয়ার করেছেন ফেইসবুকে।
তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বেলা পৌনে ১২টায় দপ্তরে এলে কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এসময় নতুন প্রতিমন্ত্রীকে মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে অবিহিত করা হয়।
বাণিজ প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু দায়িত্ব পাওয়ার পরই প্রথম দিনই নিজের দপ্তরে ব্রিফিংয়ে আসেন। তিনি বলেন, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখা সরকারের একটি গুরুত্বপূর্ণ নির্বাচনি অঙ্গীকার। সেই প্রতিশ্রুতি পূরণে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা যথাযথভাবে পালন করতে তিনি চেষ্টা করবেন। “উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত দ্রব্য মূল্য যেন সহজতর হয় সে ব্যাপারে আমরা নিশ্চিত করব। এক্ষেত্রে আমরা ‘সাপ্লাই চেইন’এর দিকে নজর দেব, যেন ‘স্মুথ’ থাকে কোথাও যেন বাধাগ্রস্ত না হয়।”
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষিত ক্ষুধা, দারিদ্র্যমুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পার্বত্যবাসীর সুখ-স্বাচ্ছন্দের সুব্যবস্থা করার লক্ষ্য বাস্তবায়ন করার জন্যই আমরা কাজ করে যাবো বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বাংলাদেশ সচিবালয়ের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রথম অফিস কার্যদিবসে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা চতুর্থবারের মত সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে দায়িত্ব পালনের শপথ নেন। এরপর শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে নতুন মন্ত্রীদের জন্য রোববারই প্রথম কার্যদিবস।
সচিবালয়ের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যারা শুক্রবার গোপালগঞ্জে গেছেন, তাদের অনেকে এখনও ঢাকায় ফেরেননি। ফলে নতুন মন্ত্রীদের কেউ কেউ সোমবার প্রথম অফিস করবেন।