জাতির পিতার ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরন বঙ্গবন্ধুর মতো মহা মানবের জন্ম না হলে আজ আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না —-দীপংকর তালুকদার এমপি

॥ নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গবন্ধুর মতো মহা মানবের জন্ম না হলে আজ আমরা স্বাধীন এই বাংলাদেশ পেতাম না বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, জাতির পিতা শিশু কিশোরদের খুবই ভালো বাসতেন। তিনি জীবিত অবস্থায় যেখানেই যেতেন শিশুদের জন্য কিছু করার চেষ্টা করতেন। তাই ১৯৯৮ সালে তার জন্মদিনকে জাতীয় শিশু দিবস ঘোষণা করেন তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে আজ পর্যন্ত সারাদেশের ন্যায় রাঙ্গামাটিতেও এই দিনটি উৎযাপন করা হচ্ছে।
রবিবার (১৭ মার্চ) বিকাল ৪ টায় জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি শাখা আয়োজিত জাতির পিতার ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোঃ মনসুর আহমেদ মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তিন পার্বত্য জেলার মহিলা সংসদ সদস্য জরতি তঞ্চঙ্গ্যা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ত্রিদীব কান্তি দাশ, সহ-সভাপতি রফিকুল মাওলা, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাওয়াল উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ সেলিম উল্ল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মোঃ শাহ এমরান রোকন।
দীপংকর তালুকদার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শনকে ধারণ করতে পারলে একটি শিশু তার আগামী দিনের পথকে আরো সন্দুর করতে হবে। ১৯৯৮ সালে আজকের এই দিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করার পর রাঙ্গামাটিতে অনুষ্ঠান করার লোক খুজে পাওয়া যাতো না। বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার গঠন হওয়ার পর থেকে এই দিবসটি দিন দিন পরির্ধি বাড়ছে। একটি সময় প্রতিযোগী না থাকলেও আজ এই অনুষ্ঠানে প্রতিযোগীদের জায়গা দেয়া কষ্টকর হযে যাচ্ছে। তিনি আমা প্রকাশ করেন আগামী দিন গুলোতে এই অনুষ্ঠানে হাজারো প্রতিযোগী অংশগ্রহণ করবে। জাতির পিতার স্বপ্ন পুরণে এই শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবেন বলে আশা প্রকাশ করেন।
পরে শিশু কিশোরদের হাতে জাতির পিতার জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপিসহ অন্যান্য অতিথিরা।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031