বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম’র ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুারো :: বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রামের ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হলো। চট্টগ্রাম শহরে বসবাসরত কুমিল্লা, চাঁদপুর ও বি-বাড়িয়ার জেলা নিয়ে ঘটিত বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম বিগত বছর ন্যায় এবারও সকল সদস্যদের নিয়ে এক সাথে ইফতার আয়োজন করা হয়। ১৩ রমজান ১৪ মার্চ ( শুক্রবার) চট্টগ্রাম ক্লাবে ইফতার দোয়া ও মাহফিল অনুষ্ঠিত বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রামের সভাপতি রফিকুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন মোল্লর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উত্তরা মটরস লিঃ এর ব্যবস্হপনা পরিচালক ও সমিতির প্রধান উপদেষ্টা মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ পরিচালক নাজিমুর রহমান, কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা কবির উদ্দিন ভূইয়া, সহ সভাপতি গোলাম মহিউদ্দিন বাবুল, সহ সভাপতি বিল্লাল হোসেন, উপদেষ্টা আব্দুর রব, জাহাঙ্গীর আলম, আব্দুল আউয়াল, এডভোকেট মোঃ মুজিবুর রহমান চৌধুরী । বিকালে অনুষ্ঠানরাম্বে ফজলুর রহমান স্বপনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সদস্যদের মাঝে অনেকে বক্তব্য রাখেন এবং যে সকল সদস্য মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি মতিউর রহমান বক্তব্যে বলেন আমরা সবসময় সদস্যের সহযোগিতায় চট্টগ্রাম শহরে বসবাসরত বৃহত্তর কুমিল্লার মানুষ গুলোর কল্যাণে কাজ করে যাচ্ছি। সদস্য এবং যারা সদস্য হননি তাদের মেধাবী শিক্ষার্থী সন্তানদের কল্যাণেও বৃহত্তর কুমিল্লা সমিতি, চট্টগ্রাম তাদের পাশে থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৃহত্তর কুমিল্লা সাংবাদিক ফোরাম, চট্টগ্রাম এর সাংবাদিক সদস্য গনরা। প্রধান অতিথির বক্তব্যের পরই দোয়া ও মোনাজাতের মাধ্য দিয়ে ইফতার অনুষ্ঠিত শেষ হয়।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930