রাঙ্গামাটিতে ঈদ-উল ফিতরে ৫টি জামাত অনুষ্ঠিত হবে

॥ নিজস্ব প্রতিবেদক ॥ সারা দেশের ন্যায় রাঙ্গামাটিতেও মুসলমানদের প্রধান ও বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল ফিতর যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদুল ফিতরের দিনে রাঙ্গামাটিতে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
তবলছড়ি কেন্দ্রীয় ঈদগাঁ কোতয়ালী থানা মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এখানে সকাল ৮টায় ও ৯টায় দু’দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও রিজার্ভ বাজার পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে সকাল ৯টায়, বনরূপা আদালত প্রাঙ্গনে সকাল ৮টায় ও সকাল ৯টায় ২টি, ভেদভেদী আমানতবাগ মাঠে সকাল ৮টায় ও সকাল ৯টায় ২টি এবং পুরানপাড়া সরকারি প্রাথমিক স্কুল মাঠে সকাল ৯টায় ১টি ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে ঈদ জামাত ও ঈদের দিনের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ঈদ-উল ফিতর উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজিত এক প্রস্তুতি সভায় জানানো হয় ঈদের দিনে মুসল্লীদের ঈদের জামাতে নামাজের পড়ার জন্য রাঙ্গামাটি জেলায় প্রতিবারের মতো ৫ টি স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ জামাতের এলাকাকে সুসজ্জিত করার ব্যবস্থা নিতে পৌরসভা ও ইসলামিক ফাউন্ডেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া ঈদের জামাতের জন্য নির্বাচিত স্থানে মুসল্লীদের অজু করার জন্য পানি ব্যবস্থা নিশ্চিত করতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে এবং ঈদের দিন ঈদ জামায়াতের জন্য নির্ধারিত স্থানগুলোতে প্রয়োজনে সময়মত পানি ছিটানোর জন্য সব ব্যবস্থা গ্রহণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অনুরোধ জানানো হয়।
অন্যদিকে, ঈদের দিন এবং তার পরে রাঙ্গামাটি শহরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সার্বক্ষণিক সতর্কাবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া জরুরী অবস্থা মোকাবেলায় ফায়ার সার্ভিস, হাসপাতাল, পুলিশ ও বিজিবি কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়া, প্রত্যেক মসজিদের ইমামগণকে স্ব-স্ব মসজিদে মাইকযোগে জামায়াতের সময়সূচি সর্ম্পকে একাধিকবার ঘোষণা প্রদান, ঈদের জামায়াতে প্রয়োজনীয় সংখ্যক মাইক/হর্ণ সরবরাহ, জাতীয় পতাকা ও “ঈদ মোবারক” লেখা সম্বলিত (আরবী ও বাংলায়) পতাকা দিয়ে রাঙ্গামাটি শহরে প্রধান প্রধান সড়কসমূহ সজ্জিত করা, ঈদ উপলক্ষে বিভিন্ন স্থানে প্রামাণ্য চিত্র প্রদর্শন, ঈদের দিন সকল সরকারি, আধা সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জা, শিশু সদন, এতিমখানা, হাসপাতাল ও কারাগারে আটক হাজতী ও কয়েদীদের উন্নত মানের খাবারের ব্যবস্থা, পর্যটন হলিডে কমপ্লেক্সে বিনামূল্যে বেড়ানোর সুযোগের ব্যবস্থা, ঈদের পরে যে কোন দিন শিশু একাডেমীতে ও শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930