শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরই মূখ্য ভূমিকা পালন করতে হবে … পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান॥ আমাদের শিক্ষার লক্ষ্য অর্জনে শিক্ষকের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদেরই মূখ্য ভূমিকা পালন করতে হবে বলেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় তিনি বলেন, শিক্ষকদের নিবেদিত প্রাণ হয়ে শিক্ষাদান করে নৈতিক মূল্যবোধ সম্পূন্ন পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে হবে। অনৈতিক কাজ থেকে দূরে থেকে নিজেদের মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল মানুষ হিসেবে শিক্ষার্থীদের নিকট অনুকরণীয় হয়ে উঠতে হবে।
এসময় তিনি আরো বলেন, আজকের দিনে যারা শিক্ষার্থী তারা আগামি দিনের দেশ ও জাতির কর্ণধার হয়ে দেশ পরিচালনার দায়িত্বে নিবেদিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের আহবায়ক মোহাম্মদ আমজাদ হোসেনের সভাপতিত্বে সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০১৭ এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন,এসইউপি,এনডিইউ,পিএসসি, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের অধ্যক্ষ লেঃ কর্নেল মোঃ রেজাউল ইসলাম,পিএসসি,পিএইচডি,এইসি, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোজাম্মেল হক বাহাদুর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা ২০১৭ এর পরীক্ষা নিয়ন্ত্রক বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক, সিটিজেন ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের সদস্য সচিব মো. আবদুল্লাহ আল নোমান, নির্বাহী সদস্য শুভময় দাশ শুভ, এমরান হোসেন, রাজেশ দাশ, সাইফুল আলম বাবলু, রুহুল আমিন, মো: রিয়াদ, মো. ফারুক, মো: কাউসার, মো. আবদুল মতিন, তৌহিদুল ইসলাম, আদনান সেলিমসহ বিভিন্ন বিভাগের উর্ধতন কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সংবাদকর্মীরা ।
উল্লেখ্য যে গত ২০ শে ডিসেম্বর ২০১৭ইং তারিখে বান্দরবান কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কে পরীক্ষার কেন্দ্র করে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় বান্দরবান পৌর এলাকার মোট ২৫টি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় ও ৪র্থ শ্রেণীর মোট ৫ শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
ট্যালেন্টপুলে ৬০ জন সেরাদের সেরা ৬জন এবং ৩ শ ৭৭ জন কে শান্তনা সরুপ সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দরা।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031