ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম পটিয়া বাইপাস সড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এম কে মোমিন :: ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের (এন-১) ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্পের চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়কের উদ্বোধন করা হয়েছে। ১৬ অক্টোবর ২০১৯ ইং বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সাথে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্টিত ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মোঃ সাহাবউদ্দিন। পটিয়া বাইপাস সড়কের উদ্বোধন শেষে মুনাজাত করা হয়। একই সাথে দেশের বিভিন্ন জেলার আরো ১২টি সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
ভিডিও কনফারেন্সে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী এমপি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ম সচিব আনোয়ার হোসাইন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মাহতাব উদ্দিন চেীধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব আলী আব্বাস, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি সাংবাদিক শহীদুল আলম, জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা, সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) আমীর জাফর, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, বৃহত্তর পণ্য পরিবহন মালিক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নান, সিভিল সার্জন ডা.মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসানসহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্তরে কর্মরত সরকারী কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।
ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর দেশে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে। সরকারের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মান, কর্ণফুলী টানেল নির্মান কাজ, সড়ক যোগাযোগ, রেল, শিক্ষা, স্বাস্থ্য ও বিদ্যুৎ উৎপাদনসহ বড়-ছোট প্রকল্পের উন্নয় কাজ চলমান রয়েছে। যানজট নিরসনসহ পর্যটন নগরী কক্সবাজারের সাথে সারাদেশের একমাত্র যোগাযোগ মাধ্যম হওয়ায় বাইপাস সড়কটি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও পর্যটন শিল্প বিকাশেই ইতিবাচক অবদান রাখবে। আমরা সকলের সহযোগিতা পেলে আগামী ২০২১ সালে ডিটিাল বাংলাদেশ, মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালে এসডিজি অর্জন ও ২০৪১ সালের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মান সম্ভব হবে।
উল্লেখ্য যে, সরকারের অর্থায়নে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার জাতীয় মহাসড়কের (এন-১) ইন্দ্রপুল থেকে চক্রশালা পর্যন্ত বাঁক সরলীকরণ প্রকল্পের চট্টগ্রামের পটিয়া বাইপাস সড়ক নির্মানে মোট ৮৭.৭০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এটির নির্মানকারী প্রতিষ্টান আরএবি-আরসি (প্রাঃ) লি. ও রিলায়েবল বিল্ডার্স জেভি। ২০১৬ সালের ১ জানুয়ারী থেকে ভূমি অধিগ্রহনের মাধ্যমে এটির নির্মান কাজ শুরু হয় এবং চলতি সালের ৩০ জুন ৫.২০ কিলোমিটার দৈর্ঘ্য বাইপাস সড়কের কাজ সম্পন্ন হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের সড়ক ও জনপথ অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031