রাঙ্গামাটিতে আবারো র‌্যাবের অভিযানঃ অস্ত্র ব্যবসায়ী আটক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি শহরে র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে সাইকাপা পাংখোয়া নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ৮ দিনের ব্যবধানে গতকাল শনিবার বিকেলে শহরের ট্রাক টার্মিনাল থেকে এই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হলো। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী রাঙামাটির বরকল উপজেলার হরিণার লাইজোগ্রাম এলাকার বাসিন্দা সাপলালা পাংখোয়ার সন্তান।
গতকাল বিকালে র‌্যাব-৭ এর এএসপি কাজী মোঃ তারেক আজিজ এর নেতৃত্বে রাঙ্গামাটি শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাবের পক্ষ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত সাইকাপা পাংখোয়া একজন অস্ত্র ব্যবসায়ী।
পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের কাছে গোলাবারুদ বিক্রি করে টাকা নিয়ে রাঙ্গামাটি হয়ে চট্টগ্রাম যাওয়ার প্রাক্কালে শহরের ট্রাক টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে এক লাখ ৩৯ হাজার টাকাসহ দুইটি মোবাইল ও ছয়টি সীম উদ্ধার করে র‌্যাবের সদস্যরা। পরে তাকে শনিবার সন্ধ্যায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
র‌্যাবের এই কর্মকর্তা জানিয়েছেন, গ্রেফতারকৃত সাইকাপা পাংখোয়া অস্ত্র বিক্রেতা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। সে গত পহেলা ফেব্রুয়ারী রাঙ্গামাটি কোতয়ালী থানায় অস্ত্র আইনে দায়েরকৃত মামলা (নং-৩) এর এজাহার নামীয় আসামী।
এর আগে ৩১শে জানুয়ারী মধ্যরাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদী থেকে বিপুল পরিমান গোলাবারুদ ও সরঞ্জামসহ দুই অস্ত্র ব্যবসায়িকে গ্রেফতার করেছিলো র‌্যাব-৭। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যানুসারেই গোপন নজরদারির মাধ্যমে আরো এক অস্ত্র ব্যবসায়িকে আটক করতে সক্ষম হলো র‌্যাব-৭ এর সদস্যরা।
১৮৭৮ সনের অস্ত্র আইন ১৯-এ ধারায় ১ই ফেব্রুয়ারীতে দায়েরকৃত এই অস্ত্র মামলায় এরআগে এক নাম্বার আসামী মোঃ হোসেন ও দুই নং আসামী মমতাজ আহাম্মদকে গত ৩১শে জানুয়ারী মধ্যরাতে রাঙ্গামাটি শহরের ভেদভেদী থেকে আটক করেছিলো র‌্যাব-৭ এর একই টিমের সদস্যরা। সেসময় তাদের কাছ থেকে ৩৮৫ রাউন্ড তাজা গুলি ও শর্টগানের গুলি তৈরিতে ব্যবহৃত ১০৯টি সীসা বল উদ্ধার করা হয়েছিলো।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031