খাগড়াছড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে,অসহায়দের পাশে ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি :: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে,খাগড়াছড়ি পার্বত্য জেলার অভিভাবক স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্দেশনায়, ১০ হাজার বিপন্ন জেলাবাসীর পাশে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ শুরু করি। আজ সকাল (বুধবার) মাটিরাঙ্গা উপজেলার সাত ইউনিয়ন এক পৌরসভা সহ মোট ১৯২০ পরিবারের, দীঘিনালাতে ১৭০০ পরিবার, মানিকছড়িতে ১০০০ পরিবারের মাঝে দুস্থ, দরিদ্র ও কর্মহীনদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী। ত্রাণ নিতে আসাদের উদ্দ্যেসে বলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী বলেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর উপর মানুষের ফুসফুস সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠা-া বা ফ্লু’র মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস।
এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।
সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এ ভাইরাস সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই স্বাস্থ্য বিভাগ ও সরকারে দিকনির্দশা মেনে চলার আহবান জানান।
এ সময় এসময় আরো উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর মেয়র সামছুল হক, সদস্য নিগা সুলতানা,মাটিরাঙ্গা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বারগণ উপস্থিত ছিলেন।
পরে মাটিরাঙ্গা উপজেলার সাত ইউনিয়ন এক পৌর এলাকার শতাধিক অসহায়ের মাঝে ১০ কেজি করে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা।
জেলা পরিষদ চেয়ারম্যান জানান, পার্বত্য মন্ত্রনালয়ে অর্থয়ানে পার্বত্য মন্ত্রণালয় থেকে ৫০ লাখ টাকা বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে। এর পুরোটাই অসহায়দের দেয়া হবে। এরই মধ্যে স্বাস্থ্য বিভাগে ৫০০ পিস পিপিই প্রদানসহ মাঠ পর্যায়ে সচেতনতামূলক বিভিন্ন কর্মকা- করা হয়েছে। অবস্থার পরিপ্রেক্ষিতে জেলা পরিষদ প্রয়োজনে আরো নতুন নতুন কার্যক্রম হাতে নেবে। অপর দিকে মানিকছড়িতে ৪টি ইউনিয়ন পরিষদে একহাজার পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়।
বিতরন সময় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য এম এ জব্বার। মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ মাঈন উদ্দিন, চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বরগণ উপস্থিত ছিলেন। দীঘিনালায় উপজেলায় পাঁচ ইউনিয়ন পরিষদে ১৭০০ পরিবারের মাঝে ত্রান বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দীঘিনালাল উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ কাশেম, জেলা পরিষদ সদস্য এড্ আশুতোষ চাকমা, শতরুপা চাকমা, পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ডের মেম্বরগণ উপস্থিত ছিলেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031