রাঙ্গামাটির রাজস্থলীতে রেশন নিয়ে অবতরণকালে হেলিকপ্টার বিধ্বস্থ, পাইলট অক্ষত

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটির রাজস্থলীতে সীমান্তবর্তী এলাকা দূর্গম বলিপাড়া আর্মি ক্যাম্পে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেনাবাহিনীর রেশনসহ অবতরণকালে দূর্ঘটনার সম্মুখিন হয়। রবিবার দুপুর ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। হেলিকপ্টারে থাকা চারজন পাইলটের মধ্যে দুজন সামান্য আহত হয়েছে বলে জানা গেছে।
এবিষয়ে রাজস্থলী উপজেলার অফিসার ইনচার্জ মফজল আহমদ জানিয়েছেন, সকালে চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাটিঁ থেকে সেনাবাহিনীর রেশন নিয়ে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বলিপাড়া আর্মি ক্যাম্পে অবতরণের সময় হেলিকপ্টারের পাখায় আগুন লাগলে হেলিকপ্টার জরুরীভাবে অবতরণকালে এসময় হেলিকপ্টারে থাকা পাইলটদের মধ্যে দুজন সামান্য আহত হয়। ঘটনার পরই আরেকটি হেলিকপ্টার এসে আহত পাইলটদের উদ্ধার করে চট্টগ্রাম সামরিক হাসপাতারে নিয়ে যায়। দূর্ঘটনা কবলিত হেলিকপ্টারে থাকা রেশন পুড়ে গেছে বলে জানান ওসি মফজল আহমদ।
এ বিষয়ে রাঙ্গামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর জানান, রাজস্থলীতে অবতরণকালে হেলিকপ্টার বিধ্বস্থ হওয়ার খবরটি আমি জেনেছি। এ ঘটনায় পাইলটরা সামান্য আহত হয়েছে বলে জানান তিনি।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30