বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ

॥রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় মাস ব্যাপী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে। পবিত্র রমজান মাসের শুরু থেকেই বান্দরবানের বাজারসহ বিভিন্ন এলাকায় এলাকায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পানির ভাচারটি বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে যাচ্ছে। এসময় পানি নিতে আসা বান্দরবান বাজারের বাসিন্দা মোঃ আবদুল করিম বলেন, আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারেও মাস ব্যাপী বিশুদ্ধ খাবার পানি পাচ্ছি। প্রতিদিন একই টাইমে এসে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পানির ভাচারটি বিশুদ্ধ খাবার পানি দিয়ে যাই। সেই জন্য আমি ও বাজারে সাধারণ জনসাধারনের পক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় রহিমা বেগম বলেন, আমি প্রতিদিন পানি নিয়ে যায় ও এই পানি গুলো খুব পরিস্কার ফিল্টারিং করতে হয়না। আমি খাবারের পাশাপাশি ইফতার তৈরীর রান্নার কাজেও এই পানি ব্যবহার করি। অপরদিকে বান্দরবান বাজারের ব্যবসায়ী মোঃ সোলায়মান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পানির ভাচারটি আমাদেরকে বিশুদ্ধ খাবার পানির পাশাপাশি বাজারসহ বিভিন্ন পয়েন্টে থাকা গাজিটেংকে হাত ধোয়ার পানি ও সরবরাহ করে। এ ব্যাপারে জানতে চাইলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, প্রতিবছরের ন্যায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উদ্যোগে পবিত্র রমজানে বান্দরবান শহরের পৌর এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ করে। কিন্তু এবছরে বিশ^ ব্যাপী করোনা ভাইরাসের কারণে যখন জনজীবন বির্পযয়ের মুখে এবং বান্দরবানের বিভিন্ন স্থানে হাত ধোয়ার পানির ট্যাংকে প্রতিদিন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের উদ্যোগে ৮ হাজার লিটার বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করে আসছে। এসময় তিনি আরো বলেন, পার্বত্য জেলা বান্দরবানে করোনা ভাইরাসের সংক্রামক ঠেকাতে রাস্তায় বিভিন্ন পয়েন্টে হাত ধোয়ার পানির ট্যাংকে এবং পবিত্র রমজানের জনসাধারণের জন্য বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে যা আগামীতেও অব্যাহত থাকবে।

পার্বত্য অঞ্চলের প্রখ্যাত সাংবাদিক মরহুম একেএম মকছুদ আহমেদের স্বরণে নাগরিক শোকসভা :  পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার জীবন্ত কিংবদন্তি প্রবীন সাংবাদিককে মরনোত্তর রাষ্ট্রীয় পদকে ভুষিত করার দাবী

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031