বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

নাইক্ষ্যংছড়ি বান্দরবান প্রতিনিধি ॥ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির পক্ষ থেকে বাইশারী মডেল নুরানী ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। শনিবার সকালে মাদ্রাসা মাঠে সভাপতি সাংবাদিক আবদুর রশিদ উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরন করা হয়। মাদ্রাসার সভাপতি আবদুর রশিদ বলেন, নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আসাদুজ্জামান বিজিবির পক্ষ থেকে অনুদান ও সহায়তা হিসেবে শিক্ষার্থী ও শিক্ষকদের ইফতার সামগ্রী প্রদান করেন। এই সহায়তায় মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। তিনি আরো বলেন, বছরের শুরুতে ও বিজিবির পক্ষ থেকে অধিনায়ক ও জোন কমান্ডার উক্ত মাদ্রাসার সকল শিক্ষার্থীদের জন্য নুরানি শিক্ষার বই ও শিক্ষা উপকরন প্রদান করেছিলেন। যাহা আমরা আজীবন স্বরন করে যাব। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দীন খালেদ, সাধারন সম্পাদক আবুল বশর নয়ন, আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, ইউপি সদস্যা সাবেকুন্নাহার, সাংবাদিক জয়নাল আবেদীন, সাংবাদিক মোঃ ইউনুছ সহ প্রমুখ।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031