বান্দরবানে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলেই দেশে করোনার এই মহামারিতেও সাংবাদিকসহ সকলের পাশে তিনি আছেন —–পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি

॥ রাহুল বড়–য়া ছোটন, বান্দরবান ॥ বান্দরবানে কর্তব্যরত সাংবাদিকদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বান্দরবানের একটি আবাসিক হোটেলের সভাকক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাষ্ট আয়োজনে ও প্রেস ইউনিট এর বান্দরবান সহযোগিতায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর এ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম-মহাসচিব মহসিন কাজী, বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মো: শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরওয়ার, বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সহ-সভাপতি এম এ হাকিম চৌধুরী সহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আমলে সবাই সুখে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক বলে আজ দেশে করোনার এই মহামারিতে ও সাংবাদিকসহ সকলের পাশে তিনি আছেন। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, আওয়ামীলীগ চায় দেশের উন্নয়ন, আর দেশের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করতে হবে। এসময় মন্ত্রী সাংবাদিকদের বস্তুনিষ্ট ও গ্রহণযোগ্য সংবাদ বেশি বেশি প্রচার করে দেশের উন্নয়নে কাজ করার আহবান জানান।
এসময় জেলার ২৯জন সাংবাদিককে জনপ্রতি ১০ হাজার টাকা করে মোট ২লক্ষ ৯০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031