আপনারা একদিন কষ্ট করুন, আমি আপনাদের জন্য ৫ বছর কষ্ট করব —–বাইশারীতে জনসভায় বীর বাহাদুর

॥ শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি ॥ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ, পথসভা এবং জনসভায় নৌকা প্রতীকের জন্য আবারও ভোট চেয়ে বলেন আপনারা এক দিন কষ্ট করুন, আমি আপনাদের জন্য ৫ বছর কষ্ট করে যাব। তিনি আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনে পুণরায় নৌকা প্রতীকে ভোটাধিকার প্রয়োগ করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বাইশারী ইউনিয়নবাসীর প্রতি আহবান জানিয়েছেন। জনসভায় বীর বাহাদুর আরও বলেছেন, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ সারা দেশের সব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা দরকার। সিঙ্গাপুর বা মালয়েশিয়ায় আজকের এ উন্নয়ন-সেদেশে সরকারের ধারাবাহিকতার ফলেই সম্ভব হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে যে উন্নয়ন হয়েছে সেটিও আ:লীগ সরকার টানা ১৫ বছর ক্ষমতায় থাকার কারণেই হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী ৭ তারিখ নৌকায় ভোট দিয়ে সরকারের এই ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বাইশারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগের শেষে বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জনসভায় যোগ দেন ৬ষ্ঠ বারের নির্বাচিত সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। তিনি এ সময় উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা আওয়ালীগের সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরীর পরিচালনায় বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত সভায় আরো বক্তব্য রাখেন, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যানও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মো; শফিউল্লাহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু তাহের কোম্পানি, জেলাপরিষদ সদস্য ও উপজেলা আওয়ালীগের সাধারণ সাম্পাদক ক্যানোওয়ান চাক, বান্দরবান জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি কাওসার সোহাগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মার্মা, বাইশারী ইউনিয়ন পরিষদ চেযারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মো: আলম কোম্পানি উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন প্রমুখ।
বাইশারী আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মেম্বার বেলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ন সাধারণ সম্পাদক আবু জাফর।
জন সভায় হাজার হাজার জনসাধারণের অংশ গ্রহনে অবশেষে জনসমুদ্রে পরিনত হয়। এসময় আওয়ালীগের বিভিন্ন অংগ সংগঠন ও সহযোগী সংগঠনের লোকজন উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30