খাগড়াছড়ি শহরের বিভিন্ন এলাকায় নৌকার প্রার্থীর পথসভা ও গণসংযোগ পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় শেখ হাসিনাই আন্তরিক—কুজেন্দ্র লাল ত্রিপুরা

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার অনন্য-অসীম বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির নৌকা প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সদিচ্ছাতেই গত পনের বছরে বছরে পাহাড়ের পরতে পরতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন নতুন ক্ষে সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষার পথ ক্রমশ: প্রশস্ত হচ্ছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতেই ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে আবারও তাঁকে সরকার গঠনে সহযোগিতা দেয়া প্রয়োজন। মঙ্গলবার (২ জানুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি-খবংপুড়িয়া-মহাজনপাড়া এলাকায় বিভিন্ন পথসভায় এসব কথা বলেন, খাগড়াছড়ির দুই বারের সংসদ সদস্য এবং দ্বাদশ নির্বাচনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
তিনি বিএনপি-জামায়াতের উদ্দেশ্য করে বলেন, তারা আন্দোলনের নামে আগুনে পুড়ে মানুষ মারছে,সাংবাদিক নির্যাতন করছে, পুলিশ পিটিয়ে মারছে, রেল লাইনে আগুন দিচ্ছে,পাটাতন উপড়ে ফেলছেন। বঙ্গবন্ধুকে হত্যার পরে দেশের অনেক ক্ষতি হয়েছে। সে ক্ষতি আর হতে দেওয়া যাবেনা।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, সাবেক সহযোগী অধ্যাপক মধুমঙ্গল চাকমা, শিক্ষাবিদ ধর্মরাজ বড়ুয়া, প্রবীন সমাজ সেবক পুরুষোত্তম চাকমা, উপজেলা চেয়ারম্যান শানে আলম, সহ- সভাপতি মনির হোসেন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, প্রবীণ সমাজকর্মী রবিশঙ্কর তালুকদার, অমৃতলাল ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, পৌর কাউন্সিলর অতীশ চাকমা, ধীমান খীসা, তরুণ সমাজকর্মী নোভেল চাকমাসহ উপজেলা- পৌর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

থানচি সীমান্ত সড়কের ব্রীজ উদ্বোধন ও ২টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন পাহাড়ে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ শান্তির পরিবেশ বাস্তবায়নে সেনাবাহিনী নিরলস কাজ করে যাচ্ছে —–ব্রিঃ জেঃ মোঃ শামসুল আলম

চবি সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা রাঙ্গামাটির দৈনিক গিরিদর্পণ কার্যালয় পরিদর্শন দৈনিক গিরিদর্পণ পার্বত্য অঞ্চলের গণমাধ্যম ইতিহাসের অমূল্য দলিল —–অধ্যাপক শাহাব উদ্দীন নীপু ৪৩ বছর ধরে নানা প্রতিকূলতার মাঝেও দৈনিক গিরিদর্পণ আজো নিয়মিত প্রকাশিত হচ্ছে —–সম্পাদক মঞ্জুরাণী গুর্খা

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031