॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ি আসনে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেছেন, পাহাড়ে স্থায়ী শান্তি ও সহাবস্থান প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু কন্যা-প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা অনন্য-অসীম। তাঁর সদিচ্ছাতেই গত পনের বছরে পাহাড়ের পরতে পরতে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি হয়েছে। উচ্চশিক্ষার পথ ক্রমশ: প্রশস্ত হচ্ছে। উন্নয়নের এই অগ্রযাাত্রা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি আবারো নৌকায় ভোট দিয়ে তাঁকে সরকার গঠনে সহযোগিতার আহ্বান জানান তিনি।
বুধবার (৩ জানুয়ারি) বিকালে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ এলাকা ও মিলনপুরে পৃথক সমাবেশে এ আহ্বান জানান নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, সহ- সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য শুভ মঙ্গল চাকমা, আশুতোষ চাকমা, নিরোপৎল চাকমা, শতরূপা চাকমা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপদেষ্টা আশিষ কুমার ভট্টাচার্য্য ও মো. জাফর আহম্মদ প্রমুখ।