খাগড়াছড়ি নিজ কেন্দ্রে ভোট দিলেন নৌকা প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় নির্বাচনে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। এতে ২৯৮নং খাগড়াছড়ি আসন থেকে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত ভাবে ভোট প্রদান করতে দেখা গেছে। রবিবার (৭ জানুয়ারি) সকালে দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি। সকাল ৮টা থেকে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। ভোট প্রদানের পর তিনি বলেন, খাগড়াছড়িতে শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। আমি কেন্দ্রগুলোতে দেখতে পেলাম মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে ভোট দিচ্ছে। জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী। জনগণ যাকে ভোট দিবে, যাকে নির্বাচিত করবেন তারাই বিজয়ী হবেন। জয়-পরাজয় যাই হোক জনগণের রায় মেনে নেবেন বলে জানান তিনি।
এদিকে শীতের সকালে রাঙ্গামাটির ভোট কেন্দ্রগুলোতে পাহাড়ী-বাঙ্গালী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে এক এক করে তাদের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। আর ভোট দিয়ে যার যার অবস্থানে চলে যাচ্ছেন। ভোট কেন্দ্রে ভোট দিতে আসা শান্তিময় ত্রিপুরা বলেন, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে নিজের নাগরিক অধিকার প্রয়োগ করতে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করেছি। আমাদের পছন্দে প্রার্থীকে ভোট দিয়েছি। জানা যায়, খাগড়াছড়ি জেলায় ৯ উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৫ লক্ষ ১৫ হাজার ৪’শ ১৯টি। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৯১ হাজার ৩’শ ৯৪টি, দীঘিনালায় ৮৮ হাজার ৩’শ ৭৭টি, লক্ষীছড়িতে ২১ হাজার ১’শ ৮৫টি, মহালছড়িতে ৩৫ হাজার ৯’শ ২৩টি, মানিকছড়িতে ৫৪ হাজার ১’শ ৭৯টি, গুইমারায় ৩৪ হাজার ৬’শ ৫২টি, মাটিরাঙ্গায় ৮৮ হাজার ৭’শ ৬০টি, পানছড়িতে ৫৫হাজার ৯৭টি এবং রামগড় উপজেলায় ৪৫হাজার ৮’শ ৫২টি।
জেলায় ১৯৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন ১৯৬ জন এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে ১ হাজার ১’শ ১৬ জন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031