রাঙ্গামাটিতে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ ২৬ মার্চ দেশের ৫৪তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন রাঙ্গামাটি সর্বস্তরের মানুষ। একাত্তরের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু হয় মহান স্বাধীনতা যুদ্ধ। স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) ভোর ৬টা ৫ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সূর্যদ্বয়ের সাথে সাথে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জাতির পিতার মুর‌্যালে ও শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পন করেন। পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমানসহ সকল দপ্তর ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দল, পক্ষ থেকে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা নিবেন করা হয়।
পরে রাঙ্গামাটি চিংহ্লা মং মারি স্টেডিয়ামে শিশু কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে পুলিশের ব্যান্ডের তালে তালে পুলিশ, আনসারসহ বিভিন্ন স্কুলের স্কাউট ও কাব লিডার টিমের সদস্যরা সালামী মঞ্চের দিকে এগিয়ে গিয়ে সালাম প্রদর্শন করেন। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ও রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
পরে কিছু কিশোরদের কুচকাওয়াজে অনুষ্ঠিত হয় প্রাথমিক পর্যায়ে দশটি ও মাধ্যমিক পর্যায়ে ৬ টি স্কুল অংশগ্রহণ করেন।
সবশেষে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউ মিলনায়তনে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, আমারে পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বীর মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বীর মুক্তিযোদ্ধা ও আমার জেলা ডেপুটি কমান্ডার ইকবাল হোসেনসহ অন্যান কোন কথার বক্তব্য রাখেন।
আলোচনা সর্বশেষে শিশু-কিশোরদের মোরজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এছাড়া বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোশারফ হোসেন খান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

রাঙ্গামাটি জেলা প্রশাসককে বদলিজনিত ফুলেল শুভেচ্ছা জানিয়েছে রাঙ্গামাটি প্রেস ক্লাব কর্মময় জীবনে জেলাবাসীর পাশাপাশি সাংবাদিকরাও অনেক সাহায্য করেছেন —–মোহাম্মদ মোশাররফ হোসেন খান জেলা প্রশাসক হিসেবে তিনি বিভিন্ন ধরনের সমস্যা শক্তহাতে সমাধান করেছেন —-এ কে এম মকছুদ আহমেদ

Archive Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031