বান্দরবানে বায়তুশ শরফ জামে মসজিদের ২য় তলা ভবনের উদ্বোধন সম্মিলিত প্রচেষ্টায় বান্দরবানহবেশ্রেষ্ঠ জেলা –বীর বাহাদুর এমপি

॥ বান্দরবান প্রতিনিধি॥ জনপ্রতিনিধি ও সকলের প্রচেষ্টায় ৬৪ জেলার মধ্যে পার্বত্য জেলা বান্দরবান শ্রেষ্ট জেলায় পরিনত হবে বলে উল্লেখ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি। শনিবার (১১ মে) সকাল ১১টায় বান্দরবান সদরের বাসস্টেশন এলাকায় বায়তুশ শরফ জামে মসজিদ উদ্বোধন শেষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রদান করতে গিয়ে উপজেলা পরিষদের নবনির্বাচিত জন প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি একথা বলেন। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, একমাত্র বান্দরবান জেলাতেই ১২ জাতিসত্বা জনগনের বসবাস। সকলেরই রয়েছে নিজেদের প্রার্থনা ঘর। একসময় এই জেলায় শিক্ষা, চিকিৎসা-যোগাযোগ ও আত্ম-সামাজিক অবস্থান তেমন ভালো ছিল না। গত ৩৫ বছর ধরে প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা ও জনপ্রতিনিধিসহ সকলের প্রচেষ্টায় এখন অনেক উন্নত হয়েছে। সীমিত সম্পদের মধ্যেও নবনির্বাচিত জনপ্রতিনিধি ও সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগামী ৫ বছরে দেশের ৬৪ জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে বান্দরবান পরিণত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যায়ে বান্দরবান বাসস্টেশান এলাকায় নবনির্মিত বায়তুশ শরফ জামে মসজিদের ২য় তলা ভবন উদ্বোধন করেন।
এসময় বান্দরবান পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, বান্দরবান সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, ভাইস চেয়ারম্যান ফারুক আহমেদ ফাহিম সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031