
নিজস্ব প্রতিবেদক :: দীর্ঘ ২০ দিন অসুস্থতার পর আবারও নিজ অফিসে বসলেন চারণ সাংবাদিক, দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও রাঙ্গামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে এম মকছুদ আহমেদ। গত ২০ মে ২০২৪ ইং থেকে দীর্ঘ ২০ দিন শারীরিক অসুস্থতার সাথে কাটিয়ে উঠে আল্লার রহমতে সকলের দোয়া ও আশির্বাদে গুর্খা কটেজ, জেলরোড,তবলছড়িস্থ দৈনিক গিরিদর্পন কার্যালয়ে আজ ১০ জুন সোমবার অফিস করেন।
অসুস্থতা থাকাকালীন যারা স্ব শরীরে, মুঠোফোনে,সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরাখবর রেখেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Post Views: ২২৩