চট্টগ্রামে নতুন মামলায় শেখ হাসিনার সঙ্গে সাংবাদিকসহ ১২০০ জন আসামি

চট্টগ্রাম ব্যুরো :: নগরের কোতোয়ালী থানায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৭৩৫ জনের নামসহ মামলা করা হয়েছে। মামলায় ৬ জন সাংবাদিক ছাড়াও অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্টাডিজ বিভাগের চতুর্থ বিভাগের শিক্ষার্থী মো. তাফহীমুল ইসলাম। মামলার অন্য আসামিরা হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল,পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ,সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, সাবেক সংসদ সদস্য এম এ লতিফ, মহিউদ্দিন বাচ্চু, নোমান আল মাহমুদ, আবু রেজা মো. নেজামুদ্দিন নদভী, নজিবুল বশর মাইজভা-ারী, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম প্রমুখ। এই মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে চট্টগ্রামের ছয় সাংবাদিককে আসামি করা হয়েছে। তারা হলেন, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজ হায়দার চৌধুরী, ভোরের কাগজের সমরেশ বৈদ্য, কালবেলার সাইদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশের সুবল বড়ুয়া, সময় টিভির পার্থ প্রতীম বিশ্বাস ও নিউজটোয়েন্টিফোর টিভির নয়ন বড়ুয় জয়।
মামলার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার পরিদর্শক (অপারেশন) সাজেত কামাল। তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ ও এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ৭৩৫ জনের নামসহ মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ আগস্ট কোতোয়ালী থানার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র, ককটেল, কিরিচ, হকিস্টিক, রামদা নিয়ে হামলা করে। এছাড়া অভিযুক্তরা ছাত্র-জনতাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলিবর্ষণের একপর্যায়ে মামলার বাদী তাফহীমুলের ডান হাতের কব্জিতে গুলি লাগে, যা হাতের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে উদ্ধার করে সহপাঠীরা নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031