বাজারে বিশেষ টাস্কফোর্স টিমের অভিযান, জরিমানা

চট্টগ্রাম ব্যুরো :: নিত্যপ্রয?োজনীয? পণ্যের বাজারমূল্য নিয?ন্ত্রণে নগরের রিয?াজউদ্দিন বাজারে অভিযান চালিয়েছে বিশেষ টাস্কফোর্স টিম। অভিযানে মূল্য তালিকা না থাকায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও বেশ কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
রোববার (১৩ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় বাজার মনিটরিংয়ে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে এ অভিযান চালান।

এ সময় বাজারে কাঁচা শাকসবজি, আলু, পেঁয়াজের খুচরা দোকান ও পাইকারি আড়তে অভিযান চালানো হয়। সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পণ্য বেচা কেনার পাকা রশিদ সংরক্ষণ ও সরবরাহ, মূল্য তালিকা দৃশ্যমান রাখা, ফড়িয়া/ মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে ট্রেড লাইসেন্স ছাড়া পণ্য সরবরাহ/বিক্রি না করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে দোকান সিলগালা করাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়। তদারকির সময় বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এ সময় বাজারে হিমাগার পরিদর্শন করা হয় এবং অবৈধভাবে দীর্ঘ সময? পণ্য মজুদ না করার জন্য নির্দেশনা দেওয়া হয?।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন ও মো. মঈনুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্সের সদস্যসচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার, মৎস্য অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, ক্যাব ও ছাত্র প্রতিনিধিরা।
চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, মনিটরিং শেষে বাজারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং নির্দেশনাগুলো বাস্তবায়নে নিবিড়ভাবে মনিটরিংয়ের জন্য ব্যবসায়ী সমিতিগুলোকে পরামর্শ দেওয়া হয়। জনস্বার্থে বিশেষ টাস্কফোর্সের এ অভিযান চলমান থাকবে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031