কাপ্তাই প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল, দৈনিক গিরিদর্পণ সম্পাদকের শোক

॥ ঝুলন দত্ত, কাপ্তাই ॥ রাঙ্গামাটির কাপ্তাই প্রেস ক্লাবের প্রাক্তন প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীন সাংবাদিক আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে জার্মানির মিউনিখের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন বলে জানান, রাইজিং বিডি চট্টগ্রামের ব্যুরো চীফ ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক রেজাউল করিম।
জার্মানিতে অবস্থানরত মরহুম আবুল কালাম আজাদ এর একমাত্র মেয়ে মারজানা তাহমিদ বাঁধন এর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি জানান, অতি শীঘ্রই তাঁর বাবার মরদেহ তাঁর নিজ জন্মভূমি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে নিয়ে আনা হবে।
সাংবাদিক আবুল কালাম আজাদের স্ত্রী কাপ্তাইয়ের কর্ণফুলী কলেজের সদ্য অবসরপ্রাপ্ত অধ্যাপিকা মনোয়ারা বেগম এবং একমাত্র কন্যা কম্পিউটার প্রকৌশলী মারজানা তাহমিদ বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন।
এদিকে সাংবাদিক আবুল কালাম আজাদ এর মৃত্যুতে দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক, কাপ্তাই প্রেসক্লাব এবং উপজেলা শিল্পকলা একাডেমির সকল সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ শোক বার্তায় বলেন, সাংবাদিক আবুল কালাম আজাদ তার সাংবাদিকতার জীবনে মানুষের কল্যাণে ও জীবনমান উন্নয়নে ধারাবাহিক ভাবে লিখে গিয়েছেন। তার লেখনির কারণে কাপ্তাই উপজেলায় ব্যাপক উন্নয়ন সার্ধিত হয়েছে। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
প্রসঙ্গত: সাংবাদিক আবুল কালাম আজাদ দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাকালীন সময় থেকে কাপ্তাই প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি দৈনিক আজকের কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক যুগান্তর, দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় কাজ করেন। তিনি কাপ্তাই প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি কাপ্তাইয়ের ড্রাগন স্পোটিং ক্লাব, কাপ্তাই রাইফেল ক্লাব, কাপ্তাই শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন ক্রীড়া, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930