ভিসির সাথে সাংবাদিকদের মতবিনিময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এপ্রিলে ৩ দিনের সাইন্স কার্নিভাল ও কনফারেন্স

॥ নিজস্ব প্রতিবেদক ॥ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এপ্রিলে ৩ দিনের সাইন্স কার্নিভাল ও কনফারেন্সের ঘোষনা দিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- রাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয৪ার রহমান।
তিনি বলেন,রাঙ্গামাটিতে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত কলফারেন্সসহ সাইন্স কার্নিভাল অনুষ্ঠিত হবে।সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগন এবং দেশ বরেণ্য শিক্ষাবিদরা এই কার্নিভালে যোগ দেবেন ।
রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- রাবিপ্রবি’র উপাচার্য এ কথা বলেন। এই সাইন্স কার্ণিভালকে ঘিরে রাঙ্গামাটিতে এক ভিন্ন মাত্রা যোগ হবে বলে উল্লেখ করেন তিনি । মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের নবাগত উপাচার্য ড. মো: আতিয়ার রহমান।
এসময় বক্তব্য রাখেন রাঙ্গামাটির প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা,, সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, আরটিভি রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ইয়াছিন রানা সোহেল সহ রাঙ্গামাটিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সদস্য ও শিক্ষকগন উপস্থিত ছিলেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন ,উপচার্য পদে যোগ দেয়ার পরই তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনে খন্ড কালীন শিক্ষক নিয়োগের ব্যবস্থা করেছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হলের সুষ্ঠ ব্যবস্থাপনা সহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহন করেছেন। পার্বত্য এলাকার পরিবেশ -প্রতিবেশ ও জীব বৈচিত্র অক্ষুন্ন রেখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- রাবিপ্রবি’কে নতুন ভাবে গড়ে তোলা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত প্রায় ৫০জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031