নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের বিশেষ সভা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে—মোহাম্মদ হাবিব উল্ল্যাহ

॥ নিজস্ব প্রতিবেদক ॥ আসন্ন মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরানুল হক ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মাহমুদ খান, রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, বনরুপা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাউন ফরিদ, তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি মো: ইকবাল হোসেন চৌধুরী, রিজার্ভ বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো: হেলাল উদ্দিন, বনরুপা খুচরা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: আব্দুল কাদেরসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ বলেন, আসন্ন মাহে রমজান উপলক্ষে সরকারী নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সকল ব্যবসায়ীদের আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিসহ সরকারী নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাই অহেতুক দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি না করে দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে সবাইকে একযোগে এগিয়ে আসার আহবান জানান।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930