
॥ নিজস্ব প্রতিবেদক ॥ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যে শনিবার (৮ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্ল্যাহ (মারুফ)।
রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নাদিরা নূর, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক ডা: বেবি ত্রিপুরা, এডভোকেট সুষ্মিতা চাকমা, বেসরকারী এনজিও সংস্থা প্রগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, সনাক ও মহিলা পরিষদের সদস্য শামীম আরা বেগম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক অনুখা খীসা প্রমুখ। এ ছাড়া নারী দিবস উপলক্ষে জেলা উপজেলায় সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। তারা এগিয়ে যাচ্ছে সর্বক্ষেত্রে। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন, নিপীড়ন এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত। তাই নারী হিসেবে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সমাজের যেকোনো চ্যালেঞ্জের মুখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।