খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি, চলছে সেনা অভিযান

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥ খাগড়াছড়ি সদর থেকে অস্ত্রের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ী ছাত্র পরিষদ নেতাসহ পাঁচ শিক্ষার্থী ও অটো চালক দীর্ঘ ২৪ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। বুধবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের গিরিফুল এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
২৪ ঘন্টা অতিবাহিত হলেও অপহৃতদের স্বজন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোন অভিযোগ দেয়া হয়নি বলে জানান, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন। তবে অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল থেকে জেলা সদর ও পানছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
অপহৃত ৫ শিক্ষার্থী হলেন- চবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ও পিসিপির চবি শাখার সদস্য রিশন চাকমা, চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী অলড্রিন ত্রিপুরা, একই বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের শিক্ষার্থী দিব্যি চাকমা ও প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী লংঙি ম্রো।
এদিকে, পিসিজেএসএস সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করলেও তা অস্বীকার করছে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা। নিপন ত্রিপুরা বৃহস্পতিবার দুপুরে জানায়, অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের বৈঠকে ডেকেছে অপহরণকারীরা। তবে কোথায় বৈঠক হবে তা নিশ্চিত করেননি।
বৈসাবি উদযাপন শেষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খাগড়াছড়ির পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে অপহৃত হয় চবি পিসিপির সদস্য রিশন চাকমাসহ ৫ শিক্ষার্থী। ওই সময় তাদের বহনকারী অটো চালককেও অপহরণ করা হয়।
পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিবেক চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি করা হয়, অপহৃত চবির ৫ শিক্ষার্থীরা পাহাড়ের বিঝু উৎসব উপলক্ষে বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বেড়াতে গিয়েছিলেন। উৎসব শেষে মঙ্গলবার (১৫ এপ্রিল) ক্যাম্পাসে ফেরার উদ্দেশে বাঘাইছড়ি থেকে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি সদরে যান। তবে ওই দিন চট্টগ্রামগামী বাসের টিকিট না পাওয়ায় তারা খাগড়াছড়ি শহর থেকে কিছু দূরে কুকিছড়া নামক এলাকায় এক আত্মীয়ের বাড়িতে রাত্রিযাপন করেন। বুধবার (১৬ এপ্রিল) সাড়ে ৬টার দিকে খাগড়াছড়ি সদরস্থ কুকিছড়া থেকে টমটম গাড়িযোগে খাগড়াছড়ি সদরের স্টেশনে যাওয়ার পথে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী তাদের গাড়ি গতিরোধ করে। পরে অস্ত্রধারীরা টমটম গাড়িচালকসহ ৫ শিক্ষার্থীকে অপহরণ করে।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031