রাঙ্গামাটি বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক

॥ নিজস্ব প্রতিবেদক ॥ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রাঙ্গামাটি অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ মে) দুপুরে দুদক রাঙ্গামাটির সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেনের নেতৃত্বে দুদকের তিন সদস্যের একটি টিম এই অভিযান চালায়। অভিযান চলাকালে বিআরটিএ এর বিভিন্ন নথি পর্যালোচনা করা হয়। একই সময়ে সেবাগ্রহীতাদের অভিযোগ যাচাই করেন।
অভিযানে নেতৃত্ব দেয়া দুদকের সহকারী পরিচালক আহম্মেদ ফরহাদ হোসেন বলেন, বিভিন্ন অনিয়ম ও সেবা গ্রহণে অতিরিক্ত অর্থ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় বলে জানান তিনি। বিভিন্ন অফিসে নিয়ম অনুযায়ী সকল সেবা গ্রহীতাদের সেবা প্রদান নিশ্চিতে এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযানে সংগৃহীত রেকর্ডপত্র যাচাই করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে বলে জানান দুদক কর্মকর্তারা।

Archive Calendar
MonTueWedThuFriSatSun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031