
॥ নিজস্ব প্রতিবেদক ॥ পর্যটকদের ভ্রমণ নিশ্চিত করতে টুরিস্ট বোট চালকদের আরো দায়িত্ব নিয়ে কাজ করার আহবান জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। তিনি বলেন, প্রতিটি বোট চালক যদি তার দায়িত্ব সঠিক ভাবে পালন করে তাহলে রাঙ্গামাটি আগত পর্যটকরা স্বাচ্ছন্দবোধ করবে। মঙ্গলবার (১ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলায় নৌপথে যাত্রী সাধারণ ও পর্যটকদের যাত্রা সুশৃঙ্খল ও নিরাপদ করার লক্ষ্য জরুরি সভায় তিনি এ কথা বলেন।
এ সময় ট্যুরিষ্ট পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট পাঠান মোঃ সাইদুজ্জামান, হাউজ বোট মালিক সমিতির সভাপতি বাপ্পী তঞ্চঙ্গ্যা সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কাপ্তাই হ্রদে ট্যুরিষ্ট বোট চালকদের মাঝে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় রাঙ্গামাটির বিভিন্ন ট্যুরিষ্ট বোট মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।